Posts

Showing posts from December, 2011

আসুন, পাশে দাঁড়াই শীতার্ত মানুষের

Image
কুয়াশার মলিন চাদরে মুখ ঢেকে পুরো প্রকৃতিকে নিরাভরণ করে তুলেছে শীত রানী। দেশজুড়ে প্রচণ্ড শীত আর শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত । বিশেষ করে বৃদ্ধ, অসহায়-দরিদ্র ছিন্নমূল মানুষরা যারপরনাই শীতে দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামাঞ্চলে শীত জেঁকে বসায় চরম দুর্ভোগে পড়েছে নিত্য আয়ের লোকজন।  কর্মজীবী মানুষ নিয়মিত কাজে যোগ দিতে না পারায় তাদের জীবনধারণই কঠিন হয়ে পড়েছে।  ছিন্নমূল হাজারো মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। ঘরহীন দুঃখী এসব মানুষের পেটে নেই খাবার, গায়ে নেই শীত নিবারণের জন্য এক টুকরো উষ্ণ কাপড়। এ অবস্থায় জরুরিভিত্তিতে শীতবস্ত্রসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।  প্রবাসের  বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলিকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। এ অবস্থায় আমাদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। দুঃস্থ মানুষদের স্বাভাবিক পরার কাপড়ই  থাকে না। শীতবস্ত্র তাদের কাছে আরাধনার ধন। আপনার আমার বাতিল হয়ে যাওয়া একটা সুয়েটার বা জ্যাকেট, একটা নষ্ট হয়ে যাওয়া কম্বল বা চাদরই হতে পারে তাদের কাছে মহামূল্যবান বস্তু, শীতের হিম...

All rounder Cricket News- এশিয়া কাপের যাত্রা শুরু

Image
পূর্বনির্ধারিত সময়ে ঢাকাতেই হবে আগামী এশিয়া কাপ ক্রিকেট, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) গত সভায় হয়ে গেছে এই সিদ্ধান্ত। কাল ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রাও শুরু হয়ে গেল এশিয়া কাপের। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী বছরের ১২ মার্চ শুরু হবে ১১তম এশিয়া কাপের আসর।

প্রিয় ডিজিটাল চোর...

জাপানের ওই অধ্যাপকের হয়ে আমরা একটু ব্যাপারটা কল্পনা করি। তিনি বাংলা ভাষাপ্রেমিক। বাংলা শিখেছেন কষ্ট করে। বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি নিয়ে তাঁর অপার আগ্রহ। লালন নিয়ে তিনি গবেষণা করছেন। গরগর করে বাংলা বলতে পারেন, বাংলা পড়তে পারেন।

বিশ্বের সবচেয়ে পাতলা মোবাইল ফুজিৎসু'র 'অ্যারোজ'

Image
বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে স্থান করে নিয়েছে জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতা ফুজিৎসু’র তৈরি ‘অ্যারোজ এফ-০৭ডি’ ফোন। মটোরোলা’র তৈরি মটো রেজর মোবাইলটির চেয়েও এটি পাতলা। খবর এমএসএন-এর। অ্যাপল এবং স্যামসাং কর্তৃপক্ষ তাদের তৈরি মোবাইল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে দাবী করলেও যুক্তরাজ্যের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথোরিটি (এএসএ) অ্যাপলের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু মটোরোলার তৈরি ৭.১ মিলিমিটার পুরুত্বের মটো রেজর আইফোনের চেয়েও পাতলা ফোন হিসেবে স্থান করে নেয়। সম্প্রতি ফুজিৎসু অ্যরোজ ব্র্যান্ডের ‘এফ-০৭ডি’ মডেলের স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে। বাজারে আসার পর ৬.৬ মিলিমিটার পুরুত্বের এ মোবাইলটিই সম্ভবত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন। এ ফোনটি ২০১২ সাল নাগাদ বাজারে আসবে। এর ফিচার হবে অনেকটা স্যামসাং-এর তৈরি গ্যালাক্সি এস টু-এর মতো। ১.৪ গিগাহার্টজের প্রসেসর এবং ৫১২ গিগাবাইট র‌্যাম সুবিধার এ স্মার্টফোনটিতে থাকবে ৪ ইঞ্চির স্ক্রিন। গরিলা গ্লাসে তৈরি ডিসপ্লে ছাড়াও ৫ মেগাপিক্সেল ক্যামেরার এ ফোনটি চলবে অ্যান্ড্রয়েডে।

Tech News of all rounder- ২০১২ সালের সম্ভাব্য প্রযুক্তিপণ্যগুলো

Image
৯ থেকে ১২ জানুয়ারী লাস ভেগাসে অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক ট্রেড শো (সিইএস)। এ আয়োজন ঘিরে প্রযুক্তিবিশ্বে থাকে উন্মাদনা। কারণ এ আয়োজনের মধ্যে দিয়েই বছরের শুরুতেই বিভিন্ন বাঘা সব প্রযুক্তিপ্রতিষ্ঠান আসন্ন প্রযুক্তিপণ্য বিষয়ে ধারণা দেয় এবং বিভিন্ন প্রযুক্তির ঘোষণাও দেয়। কিন্তু এবারে অন্যতম জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে সবচেয়ে বড় দুঃসংবাদটি। এবারই তারা শেষবারের মতো সিইএসএ অংশ নিচ্ছে। আর এ বছর কোনো ঘোষণা তারা নাও দিতে পারে। এদিকে, আরেক জায়ান্ট অ্যাপল ২০০৯ সাল থেকে নিজেরাই অনুষ্ঠান করে পণ্যের ঘোষণা দেয়। তবে, আরো অনেক প্রতিষ্ঠানই এবারের মেলায় তাদের প্রযুক্তিপণ্য ঘোষণা দেবে। ২০১২ সালে বাজারে আসতে পারে এমন সম্ভাব্য ১৫ টি প্রযুক্তিপণ্য নিয়েই এবারের মেইনবোর্ড।

All rounder News- বিজয়ের ৪০ বছরের স্মারক মুদ্রায় মুক্তিযোদ্ধারাও

Image
বিজয়ের ৪০ বছর পূর্তিতে স্মারক মুদ্রা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি এক দল মুক্তিযোদ্ধার ছবিও স্থান পেয়েছে। ১০ টাকা মূল্যমানের এই মুদ্রা ও নোট কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান অবমুক্ত করেন। এ উপলক্ষে ব্যাংকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মুদ্রায় স্থান পাওয়া ছয় মুক্তিযোদ্ধার পাঁচ জন যোগ দেন অনুষ্ঠানে।

All rounder News- সংলাপে যাবে বিএনপি

Image
নতুন নির্বাচন কমিশন গঠনে মত দিতে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেবে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট। সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে চার দলের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “চার দলের বৈঠকে শরিকদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

All rounder Cricket News-আফসোসের পাশেই প্রাপ্তির সন্ধান

Image
এটা হলে ওটা হয় না। আবার ওটা হলে এটা ঠিক থাকে না। দুটি মিলেই বাংলাদেশের নিজেদের প্রত্যাশার সমানুপাতেই যাওয়া হয় না বেশির ভাগ সময়। কাজেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আরেকটু ভালো করা যেত কি না, এ প্রশ্ন শুনে মুশফিকুর রহিমের প্রথম প্রতিক্রিয়াই হলো 'এ আর নতুন কী' ধরনের। দিনের পর দিন দেখে আসার অভিজ্ঞতাই তিনি তুলে ধরলেন, 'এমন নয় যে এটা আমার শুধু এ সিরিজেই মনে হচ্ছে। আমি বাংলাদেশ দলে খেলতে শুরু করার পর থেকে সব সময়ই মনে হয়েছে, এটা একটু এ রকম হলে, ওটা একটু ও রকম হলে ফলাফলটা অন্য রকম হতে পারত। এটাই সত্যি কথা।'

All Rounder News - TIB on Lakshmipur

Image
Date -19-12-2011 j²xcy‡i, mbvK, Gi D‡`¨v‡M Òevsjv‡`‡k `ybx©wZ we‡ivax Av‡›`vjb I ¯’vbxq ch©v‡q KiYxqÓ kxl©K gZwewbgq mfv AbywôZ   AvivdvZ †nvmvBb(kvš—): UªvÝcv‡iwÝ B›Uvib¨vkbvj evsjv‡`k-wUAvBweÕi Aby‡cÖiYvq MwVZ m‡PZb bvMwiK KwgwU (mbvK), j²xcy‡ii D‡`¨v‡M `yb©xwZwe‡ivax mvgvwRK Av‡›`vjb‡K AviI kw³kvjx I Kvh©Ki Kivi j‡¶¨ AvR (19 wW‡m¤^i 2011) mKvj 11Uvq †ivR Mv‡W©b †i÷z‡i›U GÛ cvwU© †m›Uv‡i Òevsjv‡`†k `ybx©wZ we‡ivax Av‡›`vjb I ¯’vbxq ch©v‡q KiYxqÓ kxl©K gZwewbgq mfv AbywôZ nq| mbvK, AvnŸvqK cÖ‡dmi gvneye †gvnv¤§` Avjxi mfvcwZ‡Z¡ AbywôZ mfvq j¶xcyi †Rjv cÖkvmK G. †K. Gg. wgRvbyi ingvb e‡jb, †mevLvZ BwjKUªwbK wm‡÷‡g Avbv m¤¢e n‡e `yb©xwZ n«vm cv‡e| G j‡¶¨ miKvi BDwbqb Z_¨ †mev †K›`ª Pvjy K‡i‡Q| cÖkvmwbK ch©v‡q B-mvwf©m ¯^”QZv Avb‡e e‡j wZwb Avkv cÖKvk K‡ib|

All Rounder News _ about TIB

Image
Social Movement Against CORRUPTION<< Transparency International Bangladesh (TIB), accredited national chapter of Berlin-based Transparancy International (TI), began its activities as Trust in 1996. At the local level TIB has established a network of Committees of Concerned Citizens(CCC)/Shocheton Nagorik Committee(SHONAK), all over the country. T his network consisted of 45 committees at district and upazila levels. This is a Social movement driven by VOLUNTEER. The movement features students who have emerged as the prime movers as >>YES<< Youth Engagement and Support.......... Head office:HOUSE 141, ROAD 12, BLOCK B, BANANI, DHAKA 1213 TEL: +88029887884

All rounder Cricket News-স্কোয়াড থেকেই বাদ আশরাফুল

Image
 : হায় মুলতান! বাংলাদেশ ক্রিকেটের চিরন্তন এক দুঃখগাথা। সেখানে টেস্ট আঙিনায় নিজেদের সেই শৈশবে পাকিস্তানকে তো প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত যে পারেনি, তাতে আপাতদৃষ্টিতে সবচেয়ে বড় ভূমিকা ইনজামাম-উল হকের অতিমানবীয় ব্যাটিং কীর্তির। পাশাপাশি আম্পায়ারদের বেশ কয়েকটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত এবং চতুর্থ দিনের উইকেটের বি স্ময়কর রকম ভালো আচরণের রহস্যময়তার দায়ও কম নয়। এ কারণেই তো মুলতানের ওই এক উইকেটের হারের আলোচনায় আজো বাংলাদেশের ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের হৃদয়ের গহিন থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস।  ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১১-র ডিসেম্বর। টিক টিক করে মহাকাল এগিয়ে গেছে আট বছর তিন মাস। কিন্তু এই সময়ে বাংলাদেশের ক্রিকেট এগোল কতটা? পাকিস্তানের মুখোমুখি সর্বশেষ টেস্টে মুলতানে যারা হেরেছিল মাত্র এক উইকেটে, তারাই কিনা এবার ঘরের মাঠ চট্টগ্রামে হারল ইনিংস ও ১৮৪ রানে। হ্যাঁ, ক্রিকেটটা অঙ্ক নয় এবং এই দুটো ফল মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের মানদণ্ড ঠিক করাও বোকামি। এর পরও আট বছর আগে-পরের হিসাব মেলাতে বসলে এ দেশের ক্রিকেটের অন্ধকারাচ্ছন্ন দিকটাতেই আলো পড়বে বেশি করে। বিশেষ...

All rounder News of Technology - Facebook to hire thousands, sees fast growth

Image
Facebook, the social networking giant is preparing to go public, saying it plans to hire thousands of employees over the next year to keep up with what it expects to be rapid growth.

All Rounder Update Tech News-ওডেস্কে বাংলাদেশ চতুর্থ: ম্যাট কুপার

Image
ইন্টারনেটে তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং কাজ পাওয়ার একটা বড় জায়গা বা অনলাইন মার্কেট প্লেস হলো ওডেস্ক। বিশেষ করে, বাংলাদেশের বেশির ভাগ মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার ওডেস্ক থেকে কাজ নেন, সেটা সম্পন্ন করেন এবং গ্রাহককে জমা দেন। সম্প্রতি অনুষ্ঠিত ই-এশিয়া মেলা উপলক্ষে ঢাকায় এসেছিলেন ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট অব অপারেশনস ম্যাট কুপার। ঢাকায় তিনি ই-এশিয়ায় একটি এবং এর প্রাক্কালের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত কয়েকটি সেমিনারে বক্তব্য দেন। মার্কিন নাগরিক ম্যাট কুপার অর্থনীতিতে স্নাতক। পরে তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৯৮ সালে তিনি জেপি মরগানে কর্মজীবন শুরু করেন। ২০০২ সালে নিজে আউটসোর্সিংয়ের কাজ শুরু করেন। ২০০৭ সালে তিনি ওডেস্কে যোগ দেন। ঢাকায় তাঁর সঙ্গে কথা হয় আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে। ১ ডিসেম্বর বেসিস কার্যালয়ে সাক্ষাৎকারটি নিয়েছেন পল্লব মোহাইমেন বাংলাদেশের তরুণ প্রজন্ম, যাঁরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজের সঙ্গে জড়িত বা এ কাজে আগ্রহী, তাঁদের কাছে ওডেস্ক খুব পরিচিত এক নাম। ওডেস্ক সম্পর্কে কিছু বলুন।

all rounder -Updat Computer Product Price

Image
কম্পিউটার বাজারে দাম কমেছে বেশকিছু পণ্যের। মনিটর ও পেনড্রাইভের বিক্রি বেড়েছে বলে বিক্রেতারা জানান। গতকাল শনিবার পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো— প্রসেসর: ইন্টেল কোর আই৫ (৩.২০ গি.হা) ১৫,৩০০, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩,০০০; ইন্টেল কোর আই-৩ ৩.০৬ গি.হা. ৯,৮০০ টাকা।

All rounder News ‘খুনি’ গ্রেপ্তার, ভাড়া করেছেন মোবারক

Image
Norshingdi রাজনৈতিক ও অপরাধ জগতের প্রতিপক্ষরা মিলে নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যার পরিকল্পনা করেছিল। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন লোকমানের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু এবং শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেন ওরফে মোবা।

All Rounder Political News- আলোচিত তিন মন্ত্রীর দপ্তর বদল

Image
সৈয়দ আবুল হোসেনকে শেষ পর্যন্ত সরে যেতে হয়েছে যোগাযোগ মন্ত্রণালয় থেকে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের সরকারের গত তিন বছরে নানা কারণে আলোচনায় ছিলেন। গতকাল সোমবার এ দুই সিনিয়র মন্ত্রীর দপ্তরও অদলবদল হয়েছে। মন্ত্রিপরিষদে নতুন করে অন্তর্ভুক্ত দুজনের দপ্তর বণ্টনেরও আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

All Rounder: All rounder Cricket News-  পরাজয়ে প্রাপ্তি নাসিরের সেঞ্চুরি

All Rounder: All rounder Cricket News-  পরাজয়ে প্রাপ্তি নাসিরের সেঞ্চুরি

All rounder Cricket News-  পরাজয়ে প্রাপ্তি নাসিরের সেঞ্চুরি

Image
ব্যাটিংয়ে সেই পুরোনো চিত্র। যেন ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। নিমিষেই মুখ থুবড়ে পড়ল টপ অর্ডার। ভাগ্য ভালো এই জীর্ণ অবস্থার মধ্যেও বুক চিতিয়ে লড়ে নিজের অভিষেক সেঞ্চুরিটা তুলে নিলেন নাসির হোসেন।