আসুন, পাশে দাঁড়াই শীতার্ত মানুষের
কুয়াশার মলিন চাদরে মুখ ঢেকে পুরো প্রকৃতিকে নিরাভরণ করে তুলেছে শীত রানী। দেশজুড়ে প্রচণ্ড শীত আর শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত । বিশেষ করে বৃদ্ধ, অসহায়-দরিদ্র ছিন্নমূল মানুষরা যারপরনাই শীতে দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামাঞ্চলে শীত জেঁকে বসায় চরম দুর্ভোগে পড়েছে নিত্য আয়ের লোকজন। কর্মজীবী মানুষ নিয়মিত কাজে যোগ দিতে না পারায় তাদের জীবনধারণই কঠিন হয়ে পড়েছে। ছিন্নমূল হাজারো মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। ঘরহীন দুঃখী এসব মানুষের পেটে নেই খাবার, গায়ে নেই শীত নিবারণের জন্য এক টুকরো উষ্ণ কাপড়। এ অবস্থায় জরুরিভিত্তিতে শীতবস্ত্রসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রবাসের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলিকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। এ অবস্থায় আমাদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। দুঃস্থ মানুষদের স্বাভাবিক পরার কাপড়ই থাকে না। শীতবস্ত্র তাদের কাছে আরাধনার ধন। আপনার আমার বাতিল হয়ে যাওয়া একটা সুয়েটার বা জ্যাকেট, একটা নষ্ট হয়ে যাওয়া কম্বল বা চাদরই হতে পারে তাদের কাছে মহামূল্যবান বস্তু, শীতের হিম...