All Rounder Cricket News-মাঠে নয়, হোটেলে 'ঐতিহাসিক' টুর্নামেন্টের উদ্বোধন

সফল আয়োজনের জন্য বেশ নামডাক আছে বাংলাদেশের। ১৯৯৮ সালের নক আউট বিশ্বকাপ দিয়ে শুরু। এরপর ২০০৪ সালের যুব বিশ্বকাপ। সবশেষে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের সহ-আয়োজক হিসেবেও দারুণ সফল বাংলাদেশে আরেকটি বৈশ্বিক আসর। মহিলা বিশ্বকাপের বাছাই পর্ব হলেও বহু ভাষাভাষীর এ আসর তাই বোর্ড সভাপতি থেকে শুরু করে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও পাচ্ছে 'ঐতিহাসিক'-এর মর্যাদাই। আর এ আসরের শুরুতে একটা অভূতপূর্ব ব্যাপারও ঘটে গেল। স্টেডিয়াম ছেড়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঢুকে গেল পাঁচ তারকা হোটেলের চার দেয়ালে!
কাল সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেনে করা আয়োজনের আমন্ত্রণপত্রে তো 'উদ্বোধনী অনুষ্ঠান'ই লেখা ছিল। যদিও টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত একজন অবশ্য বললেন যে এটাকে 'অফিশিয়াল ডিনার' বলাই হতো যুক্তিযুক্ত। তা ছাড়া এটা তো মহিলা বিশ্বকাপের মূল পর্বও নয় যে এখানে ঘটা করে স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান করার কিছু আছে। তবে বাংলাদেশের দেখানোর আছে অনেক কিছু। ২০১১ বিশ্বকাপ আয়োজনের জন্য বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বাহ্বা পাওয়া বাংলাদেশ একই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে চায় এখানেও। কারণ এখানে সাফল্য পেলে সামনে আরো বড় কোনো আয়োজনের সুযোগ আছে। এমনকি সালমা খাতুনরা দেশকে মূল পর্বে নিয়ে যেতে পারলে ২০১৩ সালে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের কিছু ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশেও।
সালমারা কতটা কী করে উঠতে পারবেন, সে আশায় বসে না থেকে বাংলাদেশ শুরু থেকেই আয়োজক হিসেবে 'ছক্কা' হাঁকাতে চায়। সে জন্যই কালকের অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বারবারই বেজে উঠতে থাকল ২০১১ বিশ্বকাপের থিম সং 'মার ঘুরিয়ে'। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে মাঠের ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লড়াই শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার। আর বিকেএসপির দুই মাঠে নেদারল্যান্ডস-জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এ টুর্নামেন্টে আছে যুক্তরাষ্ট্র এবং জাপানও। মাঠের লড়াইয়ে নেমে পড়ার আগে কাল সব দলের সব ক্রিকেটারের মিলনমেলাই যেন হয়ে উঠল হোটেলের উদ্বোধনী অনুষ্ঠান।
সুন্দরীদের মিলনমেলাও কি নয়? নীলরঙা স্কার্টের সঙ্গে সাদা টপস এবং তার ওপর লাল স্কার্ফ জড়িয়ে নেদারল্যান্ডসের মেয়েরা অনুষ্ঠানে আসার সময় মনে হচ্ছিল যেন ডাচ সুন্দরীদের মিছিল। খাকি রঙের সালোয়ার-কামিজের ওপর সবুজ ব্লেজারে পাকিস্তান দলটাকেও তো কম আকর্ষণীয় লাগছিল না। মঞ্চে অবশ্য সব দলেরই প্রতিনিধিত্ব থাকল। প্রতিটা দলের অধিনায়কই একে একে মঞ্চে উঠে ক্যাটওয়াক করে গেলেন। থাকলেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনও। সফল আয়োজনের পাশাপাশি মাঠের ক্রিকেটে তাঁদের কাছেও কিন্তু সাফল্যের দাবি থাকছে।

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা