শারজা টেস্ট ড্র, সিরিজ পাকিস্তানের

ঢাকা, নভেম্বর ৭  - বৃষ্টি-বিঘিœত শারজা টেস্ট উত্তেজনার পরশ বুলিয়ে শেষ পর্যন্ত ড্র হয়েছে। পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের সামনে ৬১ ওভারে ২৫৫ রানের জয়ের লক্ষ্য দিয়ে ৪টি উইকেটও তুলে নিয়েছিলো শ্রীলঙ্কা। মিসবাউল হক ও আসাদ শফিকের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ড ম্যাচ বাঁচায় পাকিস্তান। ফলে ৩ টেস্টের সিরিজ ১-০ জিতেছে তারা।


তিন ঘন্টার বৃষ্টির পর শেষ দিন ৬৭ ওভার ২ বল খেলার সিদ্ধান্ত নেন অ্যাম্পায়াররা। ২৩৭ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা চার ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ১৮১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

পঞ্চম ওভারে মোহম্মদ হাফিজকে রান-আউট করে সাজঘরে পাঠান বদলি ফিল্ডার লাহিরু থিরিমানে। দলীয় ৩০ রানে আজহার আলীকে রঙ্গনা হেরাথ এলবিডব্লিউ করেন।

৫৭ রানে ইউনিস খানকে হারিয়ে বিপদেই পড়ে যায় পাকিস্তান।

সুরাজ রণদিপের বলে কুমার সাঙ্গাকারার তালুবন্দি হয়ে যখন তৌফিক ওমর (১২১ বলে ৩৯ রান) সাজঘরের পথ ধরেন, পাকিস্তানের রান তখন ৭৭। ওভার বাকি ছিলো ২০টি। এক অবিশ্বাস্য জয়ের স্বপ্নে তখন বিভর শ্রীলঙ্কা।

কিন্তু ১৫ ওভার ৫ বলে ১০ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচান অধিনায়ক মিসবাহ ও শফিক।

৮৬ বলে মিসবাহ করেন ৯ রান। শফিক ৭ রান করেন ৫৫ বলে।

ম্যাচ সেরা নির্বাচিত হন সাঙ্কাকারা।

সিরিজ সেরাও নির্বাচিত হন তিনি। তবে সাঈদ আজমলের সঙ্গে তা ভাগাভাগি করতে হয়েছে শ্রীলঙ্কার উইকেটরক্ষককে।

Powered by Bdnews24.com

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা