নিরাপত্তা বিষয়ে ব্যবহারকারীর সমর্থন নেবে ফেইসবুক

ফেইসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহৃত হয় এমন কোনো বিষয়ে পরিবর্তন আনার আগে তাদের মতামত গ্রহণ করবে ফেইসবুক। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে, ইউএস ফেডারেল ট্রেড কমিশনের অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী ফেইসবুকে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ বিষয়ে সম্মতি দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে ফেইসবুক কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা জায়নি। লন্ডনভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ প্রাইভেসি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ফেইসবুক যদি ব্যবহারকারীদের এই সুবিধা দেয়, তবে তা সাইটটির কার্যক্রমে স্বচ্ছতা আনবে। ফেইসবুক ব্যবহারকারীরা নিয়মিত ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য প্রাইভেসি সেটিং পরিবর্তন করতে পারবেন।
সম্প্রতি ফেইসবুক থেকে তথ্য পাচারের অভিযোগ ওঠায় অনেকেরই ধারণা সদস্যদের তথ্য-উপাত্তের নিরাপত্তা দিতে সক্ষম নয় ফেইসবুক। এ বিষয়ে ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানান, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে সচেতন রয়েছে ফেইসবুক। এ বিষয়ে নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা