Poet - MD NADIM HOSAIN


আমার একমাত্র  আপন তুমি
MD NADIM HOSAIN
তুমি দেবী, তুমি সুন্দর, তুমি ঐশ্বর্য
আমার মায়া জগতের রাণী।
তুমি প্রভুর অনুসিদ্ধাৎসু চোখ,প্রবল মমত্বের ছায়া,
তুমি আমার হারানো অতীত, টুকরো টুকরো না জানা সত্যের মায়া।
তুমি মহান উদার নিস্তব্ধতা ইশারায় কথা বলা
আমার আমিকে ফিরিয়ে দাও বারবার,
এ কেমন নির্লিপ্ত উদাসীনতা।
তুমি আমার চিন্তার গাঢ়তা, হৃদয় ছোঁয়া উচ্চবিলাসিতা
তুমি ক্ষুধার্ত শিশুর ঘুম দুঃস্বপ্নের চিৎকার 
শক্ত করে মাকে জড়িয়ে ধরা।
রাত্রি,তুমি কর মনের গোয়েন্দাগিরি
বিবেকের সাথে অল্প মিথ্যা, কিছু কাঁদা ছোঁড়াঁছুড়ি।
তা্ই তুমি অদৃষ্টের অস্তিত্ব, বিশ্বাস, ভক্তি
তাচ্ছিলের হাসাহাসি।
তুমি দীর্ঘ্, তথ্যবহুল, বিস্তৃত অনুভূতি
জ্বরে যখন বিষম কাতর থাকি।
তখন তুমি বন্ধু, আমার শিক্ষক, কল্পনার রঙ
একা একা নিরব অভিমানী।
তুমি প্রেমের উল্লাস, শত্রুর চিৎকার
আধ-জাগা নিন্দুকের কানাকানি।
তুমি অস্পষ্ট নিরবতা, পাগলের ভাষা
কবিতার দানাপানি।
তুমি অসমাপ্ত কবিতার কান্না
উপহার পা্ওয়া বেনামী চিঠির ঠিকানা।
তোমাতেই প্রথম, তোমাতেই শেষ
আমার দুঃখ, ভালোবাসা, সম্পদ
যা যা আছে সব 
শুধু তোমারই জন্য
কিছু না বলা কথা, তাও তোমার জন্য।
সময় করে জেনে নিও।

Comments

Anonymous said…
wow very nice
Anonymous said…
wowwwwwwwww good
Anonymous said…
Wow gd

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা