গান গেয়ে মাতালেন ওবামা (ভিডিও)

নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য শুনতে গিয়েছিলেন অনেকে। কিন্তু তাঁরা ভাবেননি বক্তব্যের সঙ্গে সঙ্গে ওবামার গানও শুনতে পারবেন।
২০১২ সালে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে তহবিল সংগ্রহের কাজে ওবামা নিউইয়র্কে যান। হারলেমের অ্যাপোলো থিয়েটারে হঠাত্ ওবামা গান গেয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী অ্যালবার্ট গ্রিনের জনপ্রিয় গান ‘লেটস স্টে টুগেদার’, ‘আই এম সো ইন লাভ উইথ ইউ’ গেয়ে ওঠেন ওবামা। আর ওবামার ওই দুই লাইন গান শুনেই দর্শকেরা হাত তালি দিয়ে উল্লাসে মেতে ওঠেন। গান দিয়ে নিউইয়র্কবাসীকে মাতিয়ে তোলেন ওবামা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘দর্শকেরা ভাবতেই পারেনি যে আমি গান গাইব। এটি ছিল তাদের কাছে অপ্রত্যাশিত।’
এরপরে বক্তব্য দিতে গিয়ে ওবামা বলেন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও ইরাক যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অনেক মানুষই সন্তুষ্ট নন। তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতেই ওবামা প্রশাসনকে এসব উদ্যোগ নিতে হয়েছে বলে তিনি জানান। দ্য টেলিগ্রাফ।

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা