মেয়েদের তুলনায় ছেলেরা বেশি সামাজিক

বন্ধুত্ব তৈরির ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেরা বেশি সামাজিক। নতুন এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

দেখা গেছে, একজন ছেলের গড়ে ২৬ জন বন্ধু থাকে। অন্যদিকে, একজন মেয়ের গড়ে ঘনিষ্ঠ বন্ধু থাকে ১২ জন।

এতে আরো দেখা গেছে, মানুষের জীবনে সবচেয়ে বেশি বন্ধু থাকে ২১ বছর বয়সে। এ বয়সেই মানুষের বন্ধুত্ব তৈরির প্রবণতা থাকে সবচেয়ে বেশি।

এ ব্যাপারে ম্যাচেস্টার বিশ্ববিদ্যালয়ের জিওফ বেত্তি বলেছেন, “২১ বছর বয়স খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। আর সেকারণেই ওই সময় বন্ধুও হয় অনেক।”

জরিপটি পরিচালনা করেছে প্রসাধন কোম্পানী ‘নিভিয়া’ এবং এর ফল প্রতিবেদন আকারে প্রকাশ করেছে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি স্টার’।

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা