শুধুই বইয়ের সাইট

অনলাইনে খুব সহজেই বই কেনার সুযোগ দিতে যাত্রা শুরু করেছে শপিং পোর্টাল রকমারি ডটকম (www.rokomari.com)।
সাইটটিতে সৃজনশীল প্রকাশনীর বইয়ের পাশাপাশি ২০১২ সালের বইমেলায় প্রকাশিত প্রায় সব বই পাওয়া যাবে। এ সাইটের বড় সুবিধা হলো এর 'ক্যাশ অন ডেলিভারি' সুবিধা। এতে পছন্দের বই ফোনে অর্ডার দিলে পৌঁছে দেওয়া হবে এবং আগ্রহী ক্রেতা বই হাতে পাওয়ার পর অর্থ পরিশোধ করতে পারবেন। বৃহস্পতিবার ঢাকার ওয়েস্টার ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে এ পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বক্তারা জানান, দেশের যেকোনো স্থান থেকে ৩০ টাকা পরিবহন চার্জের বিনিময়ে বই কেনার সুযোগ পাবেন ক্রেতারা। প্রতিটি বইয়ের সঙ্গে রয়েছে সর্বোচ্চ মূল্যছাড় সুবিধা।

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা