ফেনীতে ভন্ড পীর আটক

ফেনীর দাগনভূঞায় ইউছুপ আলী (৩০) নামে কথিত এক ভন্ড পীরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌরসভার ফাজিলের ঘাট রোডের এনায়েত ম্যানশন থেকে তাকে আটক করা হয়।


থানা সূত্রে জানাযায়, দীর্ঘ ৬ মাস যাবত পীরের নামে ভন্ডামী করে আসছিল ইউছুপ আলী (৩০)। সম্প্রতি জেলার সোনাগাজীর কুঠিরহাট বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র ইসমাইল হোসেন সুমন (১৬) কে চিকিৎসার নামে হাত-পা বেধে নির্যাতন করে সে।

এতে সুমন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সুমনের মা দাগনভূঞার সদর ইউনিয়নের পূর্ব জগতপুর গ্রামের আবদুল ওহাবের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে ভন্ড পীর ইউছুপ আলীর বিরুদ্ধে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন।এর প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আটককৃত ইউছুপ আলী সিলেটে বিশ্বনাথ উপজেলার নতুন বাজারে ইকবালপুর গ্রামের মোজাম্মেল আলীর ছেলে।

দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) হিমাংশু কুমার দাস আটকের সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজনের সঙ্গে ভন্ড পীর ইউসুফ প্রতারণার করে আসছিল। এর কারনে তাকে আটক করা হয়েছে।

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা