পরীক্ষামূলক ভালোবাসা

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক 'পরীক্ষামূলক ভালোবাসা'। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করেছেন হাসান মোরশেদ। অভিনয় করেছেন সজল, বিন্দু, কচি খন্দকার এবং নুসরাতসহ অনেকে। নাট্যকার বলেন, 'এটা ভালোবাসার নাটক, কিন্তু গল্পটি গতানুগতিক প্রেমের গল্প নয়। আশা করি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন। ভালোবাসা দিবসে নাটকটি যেকোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।'

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা