দান’-বিশ্বাসী জন!


‘শুক্রাণু দাতা’ হিসেবে বলিউডের অভিনেতা জন আব্রাহাম সম্প্রতি আলোচনায় এসেছেন। ‘ভিকি ডোনার’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে সম্প্রতি ভারতের স্থানীয় এক দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে জন জানিয়েছেন, শুক্রাণু দান করতে তাঁর কোনো সমস্যা নেই। তবে শুক্রাণু বিক্রি করবেন না তিনি।
‘ভিকি ডোনার’ ছবির প্রচারণার সময় জন আব্রাহাম শুক্রাণু দান করতে চান বলেই জানিয়েছিলেন। এর পর আব্রাহামের অনেক ভক্তই তাঁর কাছে শুক্রাণু চেয়েও বসেন। এর মধ্যে অনেকেই জনের শুক্রাণু কিনতেও চেয়েছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।

এ প্রসঙ্গে আব্রাহাম জানিয়েছেন, ‘ভক্তরা তাঁর কাছে যেভাবে শুক্রাণু পাওয়ার জন্য অনুরোধ করছেন, তাতে সবাইকে খুশি করা অসম্ভব একটা বিষয়। আমি শুক্রাণু দানে আগ্রহী হওয়ার পর থেকে ভারতের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ফোন পেয়েছি। সবার অনুরোধ আমি রাখতে পারব না।’ স্পর্শকাতর এ বিষয়টি নিয়ে হঠাত্ই কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি। বরং বিষয়টির সঙ্গে অনেক আবেগ জড়িত রয়েছে বলেই মনে করেন।
জন আরও জানিয়েছেন, ‘এ বিষয়টি আমি আমার হূদয় দিয়ে অনুধাবন করেছি এবং এ বিষয়ে কথা বলার সময় আমি দায়িত্ব নিয়েই বলেছি। কারণ একজন রোল মডেল হিসেবে এ রকম স্পর্শকাতর বিষয়ে আলগা মন্তব্য করা মোটেও উচিত হবে না। বিষয়টিতে যেমন আনন্দ আছে, এটা বিপজ্জনক সিদ্ধান্তও। এখন চাইল্ড ডিজাইন বা জন্মের আগেই শিশুর সবকিছু কেমন হবে বা শিশুর সব বিষয় নকশা করার ধারণা চালু হয়ে গেছে। এখন কেমন সন্তান সবাই চায়, সে বিষয়টি অভিভাবকেরা আগে-ভাগেই নকশা করা শুরু করেছেন। আবেগের এ বিষয়টি তাই আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা