বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণও জানাতে চেয়েছেন আদালত। যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সচিব, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবির সভাপতিকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। 


প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানে সফরের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ এবং একইসঙ্গে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে আজ হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসেন মিয়াজী ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান খন্দকার দিদার-উস সালাম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিটে বিবাদী করা হয়।

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা