৩৩ তম বিসিএস পরীক্ষার কার্যক্রম স্থগিত


৩৩তম বিসিএস পরীক্ষার কার্যক্রম তিন সপ্তাহের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার বেলা ১২টায় ২০ জন বিসিএস পরীক্ষার্থীর এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশে ৩৩তম বিসিএসে অংশ নিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জারি করা বিজ্ঞাপনটির কার্যকারিতা তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে অনলাইনে আবেদন করতে জারি করা ওই বিজ্ঞাপনটি কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।গত ২৯ ফেব্রুয়ারি জারি করা পিএসসির বিজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে অংশগ্রহণ বঞ্চিত ২
০ পরীক্ষার্থী রোববার রিটটি করেন। সোমবার এ আবেদনের ওপর শুনানি হয়।রিটকারীদের পক্ষে শুনানি করেন এ কে এম ফায়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।পরীক্ষার্থীদের অভিযোগ, যথাসময়ে ফরম পূরণ করা হলেও টেলিটকের গোলযোগের কারণে কয়েক হাজার শিক্ষার্থী ৩৩তম বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পাননি। ফলে তারা আগামী ১ জুন অনুষ্ঠেয়  প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা