ইউনিপেটুইউর নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউনিপেটুইউর নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বহু ধাপের কথিত বিপণন কোম্পানি ইউনিপেটুইউর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালত। গতকাল সোমবার দুটি প্রতারণা মামলা দায়েরের পরিপ্রেক্ষিত বিচারিক হাকিম মো. আশরাফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
ইউনিপেটুইউর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে মামলা দুটি করা হয়। তাঁদের বিরুদ্ধে ১০ মাসে দ্বিগুণ লাভ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক কোটি দুই লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। 

আইনজীবী কুতুবুল আলম আদালতে মামলা দুটি উত্থাপন করেন। তিনি বলেন, মামলার আরজিতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৬ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে। কুষ্টিয়া শহরে ২০১০ ও ২০১১ সালের বিভিন্ন সময় আসামিরা অর্থ হাতিয়ে নিয়েছেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার ফয়েজ মোল্লা ও আইনজীবী কামরুন্নাহার এ মামলা দুটি করেছেন। তাঁরা পৃথক মামলায় মোট এক কোটি দুই লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনেন। মামলার আসামিরা হলেন—ইউনিপেটুইউর প্রধান উপদেষ্টা মনজুর এহসান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাহির হোসাইন ইমন, চেয়ারম্যান শহিদুজ্জামান শাহীন, মহাব্যবস্থাপক জামশেদ রহমান, পরিচালক এম এ তাহের, প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুকিত আল মাহমুদ, পরিচালক এম এ জলিল, পরিচালক (অর্থ) মো. ইকবাল আলী, প্রধান হিসাবরক্ষক অপূর্ণা রানী হাওলাদার

Comments

Popular posts from this blog

Bangladesh Police Tel No.

Footer1

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা