writer- http://prothom-aloblog.com/profile/Buxbundibibek গৃহশ্রমিক, যার দিন শুরু হয় ভোরের পাখি ডাকার সাথে সাথে আর দিন শেষ হয় পৃথিবীর সব কোলাহল স্তব্দ হলে। যে বাড়ীর সবার আগে ঘুম থেকে উঠে, আবার সবার পড়ে ঘুমাতে যায়। যে সবার জন্য খাবার ব্যবস্থা করে, কিন্তু সবার খাওয়া শেষে অবছিষ্ট খেয়ে ক্ষুধা নিবারন করে। তার পরও একটুতেই আছে গৃহকর্তৃর বকা-ঝকা, মারপিট এবং গৃহকর্তা ও তার আত্বীয় স্বজনের যৌন নির্যাতন। কিন্তু প্রতিকারের কেউ নেই, সবই যেন এদের নিয়তি। আইন, আদালত, সমাজ, রাষ্ট্র সব দেখে শোনে কিন্তু নিশ্চুপ।