Posts

Showing posts from April, 2012

এমপি হতে পারেন শচীন তেন্ডুলকর

Image
‘মাস্টার ব্লাস্টার’ বলে পরিচিত শচীন তেণ্ডুলকরকে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার৻ তাঁকে এই প্রস্তাব দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির কাছে মি: তেণ্ডুলকরের নামও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী অম্বিকা সোনি৻ মি: তেণ্ডুলকর এখনো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য না করলেও তাঁর সম্মতি নিয়েই এটা করা হয়েছে বলে জানা গিয়েছে৻ ভারতের রাষ্ট্রপতি বিশিষ্ট ১২ জন নাগরিককে রাজ্যসভায় পাঠাতে পারেন৻ ফলে আশা করা হচ্ছে, শচীন তেণ্ডুলকরের শপথ গ্রহণ এখন শুধুই সময়ে অপেক্ষা৻ এই দফায় মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী রেখা এবং সমাজসেবী অনু আগা৻

crime

Image
BfwUwRs cÖwZ‡iv‡a cywjk mycvi Rg‡mi AvjxÔi f~wgKv j²xcy‡i ¯§iYxq n‡q _vK‡e j²xcy‡i BfwUwRs we‡ivax msMV‡bi Kgx©B BfwUwRs‡qi ¯^xKvi \ †MÖdZvi - 1 ÷vd wi‡cvU©vi : j²xcy‡i BfwUwRs cÖwZ‡iv‡a Ges gvbyl‡K Gi wei“‡× m‡PZb Kivi j‡¶ cÖv³b †Rjv cÖkvmK Aveyj evkvi †gvnv¤§` Rûi“j Bmjvg I cywjk mycvi bRi“j †nv‡mb Gi Drmv‡n ¯’vbxqfv‡e MwVZ BfwUwRs we‡ivax QvÎ Av‡›`vjb Gi gwnjv welqK m¤úv`xKv I j²xcyi miKvix K‡j‡Ri mgvR weÁvb wefv‡Mi 2q e‡l©i QvÎx dvngx`v gvneye iƒcv K¨v¤úv‡m Avmv-hvIqvi c‡_ cÖwZwbqZB eLv‡U‡`i nv‡Z BfwUwRs‡qi ¯^xKvi n‡Zb| ïay Zv‡K Bf‡URvi‡`i ¯^xKvi nbbwb eis Zvi `yB †ev‡bivI ¯‹z‡j ev cÖvB‡f‡U hvIqvi c‡_ cÖwZwbqZB IB Bf‡URvi‡`i nv‡Z ¯^xKvi n‡Z nb| BfwUwRs‡qi wei“‡× me©`v cÖwZev`x

সিডি/ডিভিডি পুরোনো হয়ে গেলে

অনেক সময় সিডি/ডিভিডি পুরোনো হয়ে গেলে বা বেশি বেশি চালালে সিডি/ডিভিডির ফাইলগুলো নষ্ট হয়ে যায়। তখন আর সেগুলো কপি হয় না। আপনার অনেক দরকারি তথ্য হয়তো কোনো সিডি/ডিভিডিতে জমা (কপি) করে রেখেছেন, কিন্তু সেই সিডি/ডিভিডি যদি আর ওপেন না হয়, অর্থাৎ সেই তথ্যগুলো যদি আর পড়া না যায়, তাহলে অনেক সমস্যায় পড়তে হয়। 

ইউরোপে মুসলিম বিদ্বেষ বাড়ছে

Image
ইউরোপে মুসলিম বিদ্বেষ বাড়ছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইউরোপ জুড়ে মুসলিমদের একটা গৎবাঁধা নেতিবাচক ছবি তুলে ধরার কারণে তাদের বিরুদ্ধে বিদ্বেষ এবং বৈষম্য আরও বাড়ছে। রিপোর্টে মুসলিমদের বিরুদ্ধ বৈষম্যের বিস্তারিত চিত্র তুলে ধরে বলা হয়, ইউরোপে এখন মুসলিম মহিলারা কেবল মাত্র হিজাব পরার কারণে চাকুরি পাচ্ছে না, মেয়েদের স্কুলে যেতে বাধা দেয়া হচ্ছে। মুসলিম পুরুষরা কেবল মাত্র দাড়ি রাখার কারণে চাকুরিচ্যূত হচ্ছেন।

‘ওমানে ৫ লাখ বাংলাদেশি, হতে পারে রপ্তানি’

Image
‘ওমানে ৫ লাখ বাংলাদেশি, হতে পারে রপ্তানি’ ওমান, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় পাঁচ লাখ বাংলাদেশির বসবাসস্থল রাজতন্ত্রের দেশ ওমানে রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে।  মাসকটভিত্তিক গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী ইফতেখারুল হাসান চৌধুরী এক সাক্ষাৎকারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ওমানের মধ্যে একটা ছোট বাংলাদেশের মতো এবং তাদের লক্ষ্য করে বাংলাদেশি কোম্পানিগুলো এখানে তাদের পণ্য পাঠাতে পারে।” 

মুম্বইয়ের যৌনপল্লীতে বাংলাদেশীরা

Image
মুম্বইয়ের যৌনপল্লীতে বাংলাদেশীরা  click for Listen বাংলাদেশ থেকে প্রতিবছর বহু মহিলা পাচার হয়ে যান ভারতে৻ এদের অনেকে হয়তো কাজ পান বিভিন্ন বাসায় বা ছোটখাটো দোকানে৻ কিন্তু যাঁদের বয়স কম তাঁদের বড় অংশের স্থান হয় ভারতের বিভিন্ন যৌনপল্লীতে৻ আর এই যৌনপল্লীগুলির অন্যতম মুম্বই-এর কামাতিপুরার যৌনপল্লী৻

Pendrive

Image
দূর থেকে ধ্বংস করা যাবে হারানো পেনড্রাইভ ক্রয়মূল্য যা-ই হোক না কেন, পেনড্রাইভে থাকা তথ্য (ডেটা) কিন্তু অমূল্য। ড্রাইভটি হারিয়ে গেলেই এ সত্য উপলব্ধি করা যায়। তখন হারিয়ে যাওয়া ড্রাইভটির সঙ্গে হারিয়ে যায় গোপন ও গুরুত্বপূর্ণ অনেক তথ্য। এসব তথ্য অনাকাঙ্ক্ষিত কেউ জেনে গেলে হতে পারে বিপদ। এ ঝামেলা থেকে বাঁচতে বিশেষ ধরনের পেনড্রাইভ তৈরি করল যুক্তরাজ্যের মোবাইল তথ্য নিরাপত্তা প্রতিষ্ঠান এক্সাক্ট ট্র্যাক। 'সিকিউরিটি গার্ডিয়ান' নামের ড্রাইভটিতে উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহের ব্যবস্থা রয়েছে। দূর থেকে রিমোট চাপলেই এ ব্যবস্থা চালু হয়ে ধ্বংস হয়ে যাবে ড্রাইভটি। ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা

Image
বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের ওপর চার সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণও জানাতে চেয়েছেন আদালত। যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সচিব, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবির সভাপতিকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। 

দান’-বিশ্বাসী জন!

Image
‘শুক্রাণু দাতা’ হিসেবে বলিউডের অভিনেতা জন আব্রাহাম সম্প্রতি আলোচনায় এসেছেন। ‘ভিকি ডোনার’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে সম্প্রতি ভারতের স্থানীয় এক দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে জন জানিয়েছেন, শুক্রাণু দান করতে তাঁর কোনো সমস্যা নেই। তবে শুক্রাণু বিক্রি করবেন না তিনি। ‘ভিকি ডোনার’ ছবির প্রচারণার সময় জন আব্রাহাম শুক্রাণু দান করতে চান বলেই জানিয়েছিলেন। এর পর আব্রাহামের অনেক ভক্তই তাঁর কাছে শুক্রাণু চেয়েও বসেন। এর মধ্যে অনেকেই জনের শুক্রাণু কিনতেও চেয়েছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
Image
৬শ’ সন্তানের পিতা! - নিজের ফার্টাইলিটি ক্লিনিকে স্পার্ম দান করে ব্রিটিশ বিজ্ঞানী বার্টল্ড উয়িসনার প্রায় ৬শ’ সন্তানের পিতা হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।  গত শতকের ’৪০-’৬০ এর দশকের মাঝামাঝি সময়ে লন্ডনভিত্তিক বার্টন ক্লিনিকে স্পার্ম দান করে প্রায় ১৫শ’ সন্তান ধারণে সহায়তা করেন নারীদের। 
Image
শিশুমৃত্যুর হার আরো কমেছে বাংলাদেশে পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার গত চার বছরে আরো কমে এসেছে।  দেশের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির নিয়ে ২০১১ সালের ষষ্ঠ জনমিতি ও স্বাস্থ্য সমীক্ষার (বিডিএইচএস) প্রাথমিক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এ তথ্য।  মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বর্তমানে পাঁচ বছর বয়স শ্রেণীতে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৫৩, যেখানে ২০০৭ সালে এই হার ছিল ৬৫। 
Image
চশমা হবে আগামী প্রজন্মের গেইমিং ডিভাইস সম্প্রতি গেইমস ডেভেলপমেন্ট কোম্পানি ভালভ জানিয়েছে, তাদের একটি টিম অগমেন্টেড রিয়েলিটি গ্লাস নিয়ে গবেষণা করছে গেইমিংয়ের অভিজ্ঞতা জানার জন্য। খবর ডিজিটাল ট্রেন্ডস-এর। উল্লেখ্য, অগমেন্টেড রিয়েলিটি গ্লাস হচ্ছে এক ধরনের চশমা যা কম্পিউটারের মতোই কাজ করে। সম্প্রতি গুগল তাদের সোশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গুগল প্লাসে ‘প্রজেক্ট গ্লাস’ নামের এক ধরনের অগমেন্টেড রিয়েলিটি

৩৩ তম বিসিএস পরীক্ষার কার্যক্রম স্থগিত

Image
৩৩তম বিসিএস পরীক্ষার কার্যক্রম তিন সপ্তাহের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার বেলা ১২টায় ২০ জন বিসিএস পরীক্ষার্থীর এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশে ৩৩তম বিসিএসে অংশ নিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জারি করা বিজ্ঞাপনটির কার্যকারিতা তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। একইসঙ্গে অনলাইনে আবেদন করতে জারি করা ওই বিজ্ঞাপনটি কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।গত ২৯ ফেব্রুয়ারি জারি করা পিএসসির বিজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে অংশগ্রহণ বঞ্চিত ২

সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত

Image
বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় দলটি সিলেট বিভাগের চার জেলায় হরতাল ডাকার পর বৃহস্পতিবার সিলেট বোর্ডের উচ্চ মাধ্যমিক (এসইচএসসি) ও সমমানের সব বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।  একইসঙ্গে স্থগিত করা হয়েছে এদিনের কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও।  বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ

লক্ষ্মীপুরে সনাক ও ইয়েস গ্রুপের উদ্যোগে দুর্নীতি বিরোধী স্বাক্ষরতা অভিযান

Image
আরাফাত হোসাইন শান্ত,bdallrounder News বাংলার ঐতিহ্যকে করি পালন, দুর্নীতিকে করি বারণ”এই কথাকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় ্এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস গ্র“প, লক্ষ্মীপুর এর উদ্যোগে পহেলা বৈশাখ, ১৪১৯ উদ্যাপন করা হয়।  বৈশাখী মেলায় সনাকের প থেকে একটি স্টল এর আয়োজন করা হয়। সকাল ১০.০০ টার সময়  এ.কে.এম.মিজানুর রহমান, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর দুর্নীতির বিরুদ্ধে স্বারতা অভিযান  জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বৈশাখী মেলায় সনাকের স্টল এর শুভ উদ্ধোধন করেন। ইয়েসরা স্টলে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে বাংলার ঐতিহ্যকে সামনে রেখে কাঁঠাল, একতারা, ঢোল, মাছ,ঘুড়ি এবং কুলা প্রভৃতি অংকন করেন। মেলায় আগত ব্যক্তিদের এর প্রতি দৃষ্টিনন্দন হয় এবং (টিআইবি)’র এই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা স্ব হস্তে স্বার প্রদান করেন। অনেক দর্শনার্থী বলেন দেশে আজ সততা, সুশাসন, দুর্নীতিমুক্ত স্বদেশ বলতে কিছু নেই, সব বিকিয়ে গেছে। আমরা যদি সবাই মিলে সনাক এবং টিআইবি‘র এই আহবানে সাড়া দিয়ে সমাজ থেকে দুর্নীতিকে না ব...

বিদেশি খেলোয়াড়দের পাওনা এখনো বকেয়া

Image
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও বিদেশি ক্রিকেটারদের পুরো অর্থ পরিশোধ করা হয়নি। এ নিয়ে বিদেশি ক্রিকেটারদের হতাশার কথা প্রকাশ করেছে ব্রিটেনের পত্রিকা টেলিগ্রাফ। 

তিস্তায় ভারতের দুই বিদ্যুৎ প্রকল্প

Image
প্রতিশ্রুতি দিয়ে চুক্তি তো করেইনি, উল্টো এখন একতরফাভাবে তিস্তায় বাঁধ দিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরির পথে এগোচ্ছে ভারত। প্রায় এক হাজার ৭০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিবেশী দেশটি দুটি প্রকল্প হাতে নিয়েছে। তিস্তা-৩ নামের এ প্রকল্পের আওতায় এক হাজার ২০০ মেগাওয়াট এবং তিস্তা-৪ নামের প্রকল্পের আওতায় ৪৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং নেপাল ও ভুটানের কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পে যৌথ বিনিয়োগের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করতে গিয়ে এই খবর মিলেছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে।

বজ্রপাতে নিহত

নোয়াখালী, যশোর, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও চুয়াডাঙ্গায় পৃথক বজ্রপাতের ঘটনায় স্কুলছাত্রী, কৃষক, গৃহবধূসহ ১০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার এসব ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে আমাদের আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধিদের পাঠানো খবর: